উপহারের জার্সি শিশুদের কল্যাণে দিলেন এজাজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২২, ২৩:২১

উপহারের জার্সি শিশুদের কল্যাণে দিলেন এজাজ

মহৎ কর্মের উদ্দেশ্যে ১০ উইকটে নেওয়া জার্সি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন নিউ জিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল। মুম্বাইয়ে ভারতের বিপক্ষে টেস্টে এই কীর্তি গড়েন তিনি। এক ইনিংসে ১০ উইকেট নেওয়া তৃতীয় বোলার ছিলেন ভারতে জন্ম নেওয়া এই কিউই বোলার।

নিলাম থেকে পাওয়া অর্থ দেওয়া হবে স্টারশিপ ফাউন্ডেশনকে, যেটা একটি শিশু হাসপাতাল। স্টারশিপের রেডিওলজি বিভাগের জন্য একজন প্লে স্পেশালিস্ট খুঁজে পেতে সহায়তা করতে এই অর্থ ব্যয় করা হবে।

জন্মভূমিতে এজাজ তার বোলিং কীর্তি দিয়ে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সম্মান কুড়ান। এমনকি প্রতিপক্ষ দলের দর্শকরাও তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান। ওই ম্যাচের ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি ড্রেসিংরুমে অভিনন্দন জানান এবং স্বাগতিক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন দিন শেষে সই করা একটি ভারতীয় জার্সি উপহার দেন।

বুধবার ইনস্টাগ্রাম পোস্টে এজাজ জানান, তিনি তার ওই কীর্তি গড়া জার্সিটি নিলামে তুলতে যাচ্ছেন। তিনি লিখেছেন, ‘আপনারা হয়তো এরই মধ্যে এটা দেখেছেন কিংবা দেখেননি। মুম্বাইয়ে আমার স্বাক্ষরিত ১০ উইকেট নেওয়া জার্সিটি একজন প্লে থেরাপিস্টের জন্য টাকা সংগ্রহে নিলামে তুলছে স্টারশিপ ফাউন্ডেশন। দিনটা আমার জন্য বিশেষ ছিল, তারপরও তারা শিশু ও তাদের পরিবারকে সহায়তায় যা করছে সেটা আমার কাছে আরো তাৎপর্যপূর্ণ এবং আশা করি নিলামে যথেষ্ট অর্থ তারা সংগ্রহ করতে পারবে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top