তাসকিনের আপাতত লাগছে না অস্ত্রোপচার
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৩ মে ২০২২, ০১:২৭
বাংলাদেশে তখন গভীর রাত। লন্ডন থেকে তাসকিন আহমেদ হোয়াটসঅ্যাপে ৩টি টেস্টের কথা জানিয়ে দোয়া চাইলেন, যেন অস্ত্রোপচার না লাগে। তাসকিনের চাওয়াই পূরণ হয়েছে আপাতত। তার কাঁধে অস্ত্রোপচার লাগছে না।
বুধবার (১১ মে) এমআরআইসহ তাসকিনের ৩টি টেস্ট করা হয়। রিপোর্ট আসতে আসতে বাংলাদেশে গভীর রাত। রিপোর্ট পেয়েই তাসকিন জানালেন, হালকা সমস্যা থাকলেও অস্ত্রোপচার লাগছে না।
ট্যান্ডিনোপ্যাথিতে (কাঁধ) হালকা সমস্যা আছে। এখন ইনজেকশন এবং রিহ্যাবের মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। যদি এর মাধ্যমে ঠিক না হয়, ভবিষ্যতে কোনো সমস্যা দেখা দেয় তাহলে অপারেশন লাগবে।’
তবে এই রিহ্যাব প্রক্রিয়া কতদিনের, লন্ডনে হবে নাকি ঢাকায় তা এখনো সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন তাসকিন। তিনিও অস্ত্রোপচার লাগবে না বলে নিশ্চিত করেছেন। তবে ভবিষ্যত পরিকল্পনা বিসিবির সঙ্গে পরামর্শের পর ঠিক করা হবে বলে জানান দেবাশীষ।
তিনি বলেন, ‘আমরা এখন সব তথ্য (রিপোর্ট) জোগাড় করছি চিকিৎসকদের কাছ থেকে। এরপর ক্রিকেট বোর্ডের সঙ্গে পরামর্শ করে রিহ্যাবের পরিকল্পনা ঠিক করা হবে।’
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: তাসকিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।