ব্যাটিং ব্যর্থতায় টাইগারদের হার, সিরিজ জিতল লঙ্কানরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ মে ২০২২, ০২:২১
সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ায় মিরপুর টেস্ট সিরিজ নির্ধারণী ম্যাচ। কিন্তু সিরিজ হার আর ঠেকিয়ে রাখতে পারল না স্বাগতিক বাংলাদেশ। ব্যাটিং ব্যর্থতার কারণে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরেছেন রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। আর তাতে ১-০ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিল সফরকারী শ্রীলঙ্কা।
মাত্র ২৯ রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে জয়ের জন্য যেন তাড়াহুড়োই করছিল শ্রীলঙ্কার দুই ওপেনিং ব্যাটার। তাইজুল ইসলামের করা প্রথম ওভারেই ১৬ রান তুলে নেন ওশাদা ফার্নান্দো। পরের ওভারের আসে ৭ রান। আর ইনিংসের তৃতীয় ওভারে ৬ রান তোলার মাধ্যমে জয় নিশ্চিত করেন দিমুথ করুনারত্নে ও ওশাদা ফার্নান্দো। মাত্র ৯ বলে ২১ রানে ওশাদা ও ৯ বলে ৭ রানে দিমুথ অপরাজিত থাকেন।
এর আগে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ উইকেটে ৩৪ রান নিয়ে পঞ্চম দিনের খেলায় শুরু করার বাংলাদেশ দল শুরুতেই মুশফিকের উইকেট হারায়। দলীয় ৫৩ রানে কাসুন রাজিথার করা বলে বোল্ড হন তিনি। আউট হওয়ার আগে ২৩ রান করতে পেরেছিলেন মুশফিক।
এ সময় মনে হচ্ছিলো ইনিংস ব্যবধানেই হারবে টাইগাররা। কিন্তু লিটন দাসের সঙ্গে ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ষষ্ঠ উইকেট জুটিতে লিটনের সঙ্গে ১০৩ রানের জুটি গড়েন সাকিব। আর এই দুই ব্যাটারই অর্ধশতকের দেখা পেয়েছেন। কিন্তু দুজনের কেউই ব্যক্তিগত ইনিংসটা বড় করতে পারেননি।
লিটনের কিছুক্ষণ পরেই প্যাভিলিয়নের পথ ধরেন আরেক হাফ-সেঞ্চুরিয়ান সাকিব। আশিথা ফার্নান্দোর করা বলে নিরোশান দিকভেলার হাতে ক্যাচ তুলে দেন তিনি। আর আউট হওয়ার আগে করেন ৫৮ রান। ৭২ বলে খেলা তার এই ইনিংসটি সাতটি চারে সাজানো।
এরপর আর কেউই ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। ২২ বল খেলে একটি চারের মারে মাত্র ৯ রান তুলে আউট হন মোসাদ্দেক হোসেন সৈকত। তাইজুল ইসলাম এলবিডব্লিউর ফাঁদে পরেন ১ রানে। আর আউট হওয়ার পূর্বে কোনো রানই তুলতে পারেননি ইবাদত হোসেন। এদিকে শূন্যরানে অপরাজিত থাকেন খালেদ হোসেন।
শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ ছয়টি উইকেট নেন পেসার আশিথা ফার্নান্দো। এছাড়া কাসুন রাজিথা দুটি এবং রমেশ মেন্ডিস একটি করে উইকেট নিয়েছেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।