ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের মাঝপথেই ফিরে গেলেন পাকিস্তানি পেসার

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ জুন ২০২২, ০৬:৪৯

ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের মাঝপথেই ফিরে গেলেন পাকিস্তানি পেসার

ইংল্যান্ডের ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টের মাঝপথেই দেশে ফিরে গেলেন পাকিস্তানের তরুণ ডানহাতি পেসার নাসিম শাহ। বাবার অসুস্থতার কারণে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হয়েছে ১৯ বছর বয়সী এ পেসার।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার জন্য গ্লুস্টারশায়ারের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন নাসিম। কিন্তু কাঁধের ইনজুরিতে সেটি পুরো খেলতে পারেননি তিনি। এবার পারিবারিক কারণে ভাইটিলিটি ব্লাস্টের মাঝেও ছেঁদ পড়লো নাসিমের।

দেশে ফেরার আগে ভাইটালিটি ব্লাস্টে তিনটি ম্যাচ খেলেছেন নাসিম। যেখানে ১১ ওভার বোলিং করে ১০০ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট। গ্লুস্টারশায়ার কর্তৃপক্ষের আশা পারিবারিক সংকট কাটিয়ে শিগগির দলের সঙ্গে যোগ দেবেন নাসিম।

ভাইটালিটি ব্লাস্টের দক্ষিণ গ্রুপে মাঝামাঝি অবস্থায় রয়েছে গ্লুস্টারশায়ার। পাঁচ ম্যাচ খেলে দুইটি করে জয়-পরাজয় পেয়েছে তারা, পরিত্যক্ত হয়েছে এক ম্যাচ। আজ (মঙ্গলবার) কার্ডিফে গ্ল্যামারগনের মুখোমুখি হবে তারা।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top