শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, অনিশ্চিত রোচ 

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০ জুন ২০২২, ০২:৫০

বাংলাদেশের বিপক্ষে নেই হোল্ডার, অনিশ্চিত রোচ 

১৬ জুনের অ্যান্টিগা টেস্টের মধ্য দিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ সিরিজ। প্রথম টেস্টের আগে ম্যাচটির জন্য দল ঘোষণা করেছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড।

স্বাগতিকরা অ্যান্টিগা টেস্টের জন্য ১২ জনের স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে সুযোগ পেয়েছে তিনজন আনক্যাপড টেস্ট ক্রিকেটার। এদিকে বাংলাদেশের বিপক্ষে সিরিজ থেকে ছুটি নিয়েছেন ক্যারিবীয় অভিজ্ঞ ক্রিকেটার জেসন হোল্ডার। অন্যদিকে চোটের কারণে প্রথম টেস্টের স্কোয়াডে নেই কেমার রোচ।

তবে ফাস্ট বোলার রোচের জন্য এখনও টেস্ট স্কোয়াডে ১৩তম সদস্য হিসেবে জায়গা করে নেওয়ার সুযোগ রয়েছে। সে জন্য রোচকে অবশ্য ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অপরদিকে হোল্ডার বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের কোনো ম্যাচই খেলবে না।

বাংলাদেশের এই সফরের তিন ফরম্যাট থেকে ছুটি চেয়েছিলেন অলরাউন্ডার হোল্ডার। দেশটির ক্রিকেট বোর্ডও মেনে নিয়েছে এই ক্রিকেটারের আবেদন।

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজের হয়ে টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা স্কোয়াডের তিন আনক্যাপড ক্রিকেটার হলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ডেভন থমাস, বাঁহাতি স্পিনার গুড়াকেস মোতিয়ে এবং ফাস্ট বোলার অ্যান্ডারসন ফিলিপ।

 



বিষয়: হোল্ডার


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top