• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ জুন ২০২২, ০১:৪৭

টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দল ঘোষণা করল উইন্ডিজ

বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। দারুণ একটা সিরিজে শেষে ক্যারিবীয়দের অপেক্ষা এবার টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে মাঠে নামার। ঘরের মাঠে ক্যারিবীয়রা বরাবরই দুর্দান্ত দল। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই যাচাই-বাছাই শুরু করেছে তারা।

বাংলাদেশের বিপক্ষে আগামী ২ জুলাই থেকে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি। ২ ও ৩ জুলাই প্রথম দুই ম্যাচের ভেন্যু ডমিনিকা। ৭ জুলাই গায়ানাতে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।

এই সিরিজের জন্য ঘোষিত দলে নেই আন্দ্রে রাসেল ও শিমরন হেটমায়ার। এদিকে চোট কাটিয়ে টি-টোয়েন্টি দলে ফিরেছেন পেসার ওবেদ ম্যাককয়।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল: নিকোলাস পুরান (অধিনায়ক), রবম্যান পাওয়েল (সহঅধিনায়ক), শামারাহ ব্রুকস, আকিল হোসেইন, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, কাইল মেয়ার্স, ওবেদ ম্যাককয়, কেমো পল, রোমারিও শেফার্ড, ওডেন স্মিথ, ডেভন থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র।

রিজার্ভ- ডমিনিক ড্রেকস।

টি-টোয়েন্টি সিরিজের সবকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১২টা থেকে।

টি-টোয়েন্টি দলের সঙ্গে ওয়ানডে দলও ঘোষণা করে উইন্ডিজ ক্রিকেট। দলে রাখা হয়েছে উইকেট-রক্ষক ডেভন থমাস ও অলরাউন্ডার কেমো পলকে। সবশেষ পাকিস্তানের বিপক্ষে খেলা দলের বেশির ভাগ খেলোয়াড়কেই রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে।

আগামী ১০ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১৩ জুলাই দ্বিতীয় ও ১৬ জুলাই অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ম্যাচ। প্রতিটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: নিকোলাস পুরান (অধিনায়ক), শেই হোপ (সহঅধিনায়ক), শারমাহ ব্রুকস, কেচি কার্টি, আকিল হোসেইন, আলজারি জোসেফ, কাইল মেয়ার্স, গুদাকেশ মুটি, অ্যান্ডারসন ফিলিপ, রবম্যান পাওয়েল, জ্যেডন সিলস।

রিজার্ভ- রোমারিও শেফার্ড।

 



বিষয়: উইন্ডিজ


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top