পাকিস্তানের ব্যাটিং কোচ হচ্ছেন ইউসুফ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ জুলাই ২০২২, ০৪:৫০
মোহাম্মদ ইউসুফকে জাতীয় দলের স্থায়ী ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। নির্ভরযোগ্য সূত্রে পাকিস্তানি গণমাধ্যম দ্য নিউজ বৃহস্পতিবার (২১ জুলাই) এই খবর জানিয়েছে।
জানা গেছে, লাহোরের ন্যাশনাল হাই-পারফরম্যান্স সেন্টারের (এনএইচপিসি) ব্যাটিং কোচের দায়িত্ব থেকে ইউসুফকে অব্যাহতি দেওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শিগগিরই এনএইচপিসির নতুন ব্যাটিং কোচ নিয়োগের জন্য বিজ্ঞাপন দেওয়া হবে।
এই বছর অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ব্যাটিং কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছিল সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ম্যাথু হেইডেনকে। কিন্তু তিনি কাজ চালিয়ে যেতে আগ্রহী নন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজে প্রধান কোচ সাকলাইন মুশতাকের অনুরোধে হেইডেনকে পাকিস্তান দলের অস্থায়ী ব্যাটিং কোচ বানানো হয়।
ইউসুফ বর্তমানে পাকিস্তান টেস্ট দলের সঙ্গে শ্রীলঙ্কায়, যেখানে গলে প্রথম টেস্টে ৪ উইকেটের অবিস্মরণীয় জয় পেয়েছেন বাবর আজমরা।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।