সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কায় ওয়েস্ট ইন্ডিজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৪ আগষ্ট ২০২২, ২২:০৫
পয়েন্ট সংকটে পড়েছে দুবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ী দল ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলতে পারে কি না, দলটা সেটাই এখন দেখার বিষয়। এমনিতেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান শেষের দিকে। এবার মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে দেখা দিয়েছে মন্থর ওভার রেটের জন্য পয়েন্ট কাটা পড়া।
বলা যায় দলটার জন্য বড় ধাক্কা পয়েন্ট কাটা পড়া। যে কারণে ক্যারিবিয়ানরা শঙ্কায় পড়ে গেছে ২০২৩ বিশ্বকাপে সরাসরি খেলা। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে ক্যারিবীয়দের পয়েন্ট ছিল ৮০। তবে বিশ্বকাপের সুপার লিগে কিউইদের বিপক্ষে সিরিজটাই শেষ সিরিজ ছিল ক্যারিবীয়দের। এই সিরিজে তারা হেরে গিয়েছে ২-১ ব্যবধানে।
কিউইদের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচটি জিতে ১০ পয়েন্ট নিয়ে ৯০ হয়। তবে পরের দুই ম্যাচ হেরে যায়। শেষ ম্যাচে মন্থর ওভার রেটের কারণে কাটা পড়ে মূল্যবান ২টি পয়েন্ট। অবশ্য পয়েন্ট কাঁটা পড়লেও ৮৮ পয়েন্ট নিয়ে সাত নম্বরেই আছে ক্যারিবীয়রা।
বিষয়: ওয়েস্ট ইন্ডিজ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।