টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রিজওয়ান

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২২, ০৬:১৩

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রিজওয়ান

এশিয়া কাপের শুরু থেকেই আছেন দুর্দান্ত ফর্মে। প্রথম ম্যাচে ভারতের কাছে হারলেও দলের হয়ে সর্বোচ্চ রান ছিলো তার। আর পরের ম্যাচগুলোতে তো দলকে জয়ে এনে দেয়ার মুখ্য ভূমিকাই পালন করেছেন পাকিস্তানের উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানের। এককথায় ধারাবাহিক পারফরম্যান্সে টি-টোয়েন্টিতে সময়টা খুব ভালো যাচ্ছে তার। এবার পেলেন ধারাবাহিক পারফরম্যান্সের পুরষ্কার। তৃতীয় পাকিস্তানি ক্রিকেটার হিসেবে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এলেন রিজওয়ান।

রিজওয়ানকে শীর্ষস্থান ছেড়ে দিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছেন তারই অধিনায়ক আর পাকিস্তানের উদ্বোধনী জুটির সঙ্গী বাবর আজম। চলমান এশিয়া কাপের দুর্দান্ত পারফম্যান্সই টি-টোয়েন্টির নাম্বার ওয়ান হয়ে গেছেন রিজওয়ান। গত সপ্তাহের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিজওয়ান। দ্বিতীয় স্থানে থাকা তার সতীর্থ বাবর আজমের পয়েন্ট ৭৯৪।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top