ফাইনালে উঠতে পারলো না সাকিবের গায়ানা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২২, ০০:৫৯
সাকিব আল হাসানকে নিয়ে উড়ছিল গায়ানা আমাজন ওয়ারিয়র্স। তলানিতে থাকা দলটিকে কোয়ালিফায়ারে তুলতে দারুণ অবদান রাখেন লিগ পর্বের শেষ দুই ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্স করে। কিন্তু কোয়ালিফায়ারের দুই ম্যাচে তিনি নিষ্প্রভ, দলও হারলো দুটিতেই। তাতে ফাইনালে উঠতে পারলো না পাঁচবারের রানার্সআপরা।
বুধবারের দ্বিতীয় কোয়ালিফায়ার জ্যামাইকা তাল্লাওয়াসের বিপক্ষে ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ গায়ানা কাজে লাগাতে পারেনি ৩৭ রানে হেরে। প্রথম কোয়ালিফায়ারে বার্বাডোজ রয়্যালসের কাছে হারে তারা।
শামারা ব্রুকস ৫২ বলে ১০৯ রানের অপরাজিত ইনিংস খেলে জ্যামাইকাকে ৪ উইকেটে ২২৬ রানের বিশাল সংগ্রহ এনে দেন। জবাবে গায়ানা ৮ উইকেটে ১৮৯ রান করে। ২০১৬ সালের পর প্রথমবার ফাইনালে উঠলো দুইবারের চ্যাম্পিয়ন জ্যামাইকা।
সাকিব ৩ ওভার বল করে ৩০ রান দেন, কোনও উইকেট পাননি তিনি। ব্যাটিংয়ে ৬ বলে ৫ রান করে আউট হন তিনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।