শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০৫:০১

ফাইনালে উঠতে পাকিস্তানের লক্ষ্য ১৫৩ রান

চলমান টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে পাকিস্তানকে ১৫৩ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। বুধবার (৯ নভেম্বর) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামে নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে কিউইরা।

টস জিতে ব্যাট করতে নেমে শাহিন আফ্রিদিদের বোলিং তোপে হাত খুলে মারতে পারেনি কিউইরা। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে শেষ পর্যন্ত তুলতে পেরেছিল ৩৮ রান।

অধিনায়ক কেন উইলিয়ামসন সেই ধাক্কা সামলাতে গিয়ে ৪২ বলে ৪৬ রানের মন্থর ইনিংস খেলেছেন। তবে ৩৫ বলে ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ডেরিল মিচেল। তার ইনিংসে ভর করেই ৪ উইকেটে ১৫২ রানের লড়াকু সংগ্রহ পায় নিউজিল্যান্ড।

পাকিস্তানের হয়ে হয়ে সর্বোচ্চ ২ উইকেট নিয়েছেন শাহিন আফ্রিদি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top