চট্টগ্রামকে হারিয়ে বরিশালের টানা দ্বিতীয় জয়

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২৩, ০৮:১৪

বিপিএল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ২৬ রানে হারিয়েছে ফরচুন বরিশাল।

জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০২ রান সংগ্রহ করে ফরচুন বরিশাল। ২০৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় চট্টগ্রাম।

২০৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখো ব্যাটিং উপহার দেন চট্টগ্রামের উসমান খান। গত ম্যাচে সেঞ্চুরিয়ানকে অবশ্য এদিন বেশিদূর যেতে দেননি কামরুল ইসলাম রাব্বি। ১৯ বলে ৩ চার ও ৩ ছক্কায় ৩৬ রান করে এ পাক ব্যাটার ক্যাচ তুলে দেন সানজামুল ইসলামের হাতে। অপরপ্রান্তে খুব একটা আগ্রাসী ভূমিকায় দেখা যায়নি ম্যাক্স ও’দাউদকে। দ্বিতীয় উইকেট জুটিতে সঙ্গ দিতে উম্মুখ চাঁদও ব্যাট করেছেন মন্থর গতিতে।

আরও পড়ুন: দেশে ১৫ জনের দেহে করোনা শনাক্ত

তাদের ৩৩ রানের জুটি ভাঙেন সাকিব আল হাসান। ও’দাউদ ২৯ বল মোকাবিলায় ২ চার ও এক ছক্কায় ২৯ রান করেন। এক ওভার পর বিদায় নেন চাঁদও। ২১ বলে মাত্র একটি বাউন্ডারি হাঁকিয়ে ১৬ রান করা চাঁদকে বোল্ড করেন করিম জানাত। চতুর্থ উইকেটে এসে ম্যাচের হাল ধরার চেষ্টা করেন আফিফ হোসেন। তবে ৪ চারের মারে ২১ বলে করা তার ২৮ রানের ইনিংসটি খুব একটা প্রভাবক হিসেবে কাজ করতে পারেনি চট্টগ্রামের ইনিংসে।

দলীয় ১৩০ রানে ইনিংসের ১৮তম ওভারের প্রথম বলে তিনি খালেদ আহমেদের বলে শর্ট মিডউইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ততক্ষণে পরাজয় অনেকটা নিশ্চিত হয়ে যায় চট্টগ্রামের। ১৭ বলে জয়ের জন্য তখনো স্বাগতিকদের প্রয়োজন ছিল ৭৩ রান। শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন জিয়াউর রহমান। ২৫ বল মোকাবিলায় ৩ চার ও ৪ ছক্কায় ৪৭ রানে অপরাজিত থাকেন তিনি। তাতে হারের ব্যবধান কিছুটা কমে আসে। ১৭৬ রানে থামে স্বাগতিকদের ইনিংস।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top