পর্দা উঠল ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২১, ২১:২৫

পর্দা উঠল ঘরোয়া টুর্নামেন্ট বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের

বড় দৈর্ঘ্যের ক্রিকেটের দেশের প্রধানতম ঘরোয়া টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগের পর্দা উঠছে সোমবার। মুজিববর্ষে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় ক্রিকেট লিগের ‘টাইটেল স্পন্সর’ হয়েছে ওয়ালটন গ্রুপ।

সোমবার (২২ মার্চ) সকালে বিকেএসপিতে টুর্নামেন্টের উদ্বোধন করেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রাশীদুল হাসান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়ালটনের ফার্স্ট অ্যাডিশনাল ডিরেক্টর মিলটন আহমেদ।

জাতীয় ক্রিকেট লিগে দুই স্তরে অংশগ্রহণ করছে সাতটি বিভাগীয় দল ও ঢাকা মেট্রো। প্রথম স্তরে রয়েছে খুলনা, সিলেট, ঢাকা ও রংপুর বিভাগ। দ্বিতীয় স্তরে রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, ঢাকা মেট্রো ও বরিশাল বিভাগ।

৪ টি ভেন্যুতে একযোগে শুরু হয়েছে জাতীয় লিগের খেলা। খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে খেলছে স্বাগতিক খুলনা ও সিলেট বিভাগ। বিকেএসপির-৪ নম্বর মাঠে নেমেছে ঢাকা ও রংপুর বিভাগ।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে স্বাগতিক রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে স্বাগতিক বরিশালের আতিথেয়তা নিচ্ছে ঢাকা মেট্রো।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top