মেয়াদোত্তীর্ণ কিট, রি-এজেন্ট জব্দ, গ্রেপ্তার ১০

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২১, ০১:১৮

মেয়াদোত্তীর্ণ কিট, রি-এজেন্ট জব্দ, গ্রেপ্তার ১০

অননুমোদিত মেডিকেল ডিভাইস আমদানিকরণ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ টেস্টিং কিট এবং রি-এজেন্ট জালিয়াতির মাধ্যমে নতুন করে মেয়াদ বসিয়ে বিক্রি ও বাজার জাতকরণের অভিযোগে মূল হোতাসহ ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

র‍্যাব–২ এর মিডিয়া অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, বনানী ও মোহাম্মদপুরের ৩টি প্রতিষ্ঠানে রাতভর অভিযান চালায় র‍্যাব-২। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বায়োল্যাব ইন্টারন্যাশনাল, হাইটেক হেলথ কেয়ার ও এক্সন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড।

আবদুল্লাহ আল মামুন বলেন, চার ট্রাকে প্রায় ১২ টন পণ্য জব্দ করা হয়। করোনাভাইরাস, এইচআইভি ও রক্তসহ সব পরীক্ষার রি–এজেন্ট ছিল সেখানে। অনেকগুলো মেয়াদোত্তীর্ণ, অনেকগুলো টেম্পারিংয়ের মাধ্যমে মেয়াদ বাড়ানো হয়েছে এবং কিছু অনুমোদনহীন।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top