সিলেটে গণধর্ষণ: অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে সাইফুর
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২০, ১৫:০৫
সিলেট থেকে:
সিলেট মুরারী চাঁদ(এমসি) কলেজ ছাত্রাবাসে গৃহবধূকে গণধর্ষণ মামলার প্রধান আসামী সাইফুর রহমানকে অস্ত্র উদ্ধার মামলায় তিনদিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে সিলেট মহানগর হাকিম দ্বিতীয় আদালতের বিচারক সাইফুর রহমান মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তার রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনার পর রাতে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে অভিযান চালালে সাইফুর রহমানের দখলে থাকা ছাত্রাবাস তত্ত্বাবধায়কের বাংলো থেকে অস্ত্র উদ্ধার হয়। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে একটি পিস্তল, চারটি রামদা এবং বেশ কিছু লোহার রড ছিলো। সে রাতেই ধর্ষণ মামলার প্রধান আসামি সাইফুর রহমানকে একমাত্র আসামি করে অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।