শ্রেণিকক্ষে শিক্ষককে খুন, গ্রেপ্তার ৩

সাভার থেকে | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২১, ০০:৪৬

শ্রেণিকক্ষে খুন করে শিক্ষকের মরদেহ ছয় টুকরো স্কুল মাঠেই পুঁতে ফেলে খুনিরা; গ্রেপ্তার ৩

ঢাকার সাভারে ১৯ দিন ধরে নিখোঁজ কলেজ শিক্ষক মিন্টু চন্দ্র বর্মণের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় হত্যাকাণ্ডের মূলহোতাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। মরদেহের বাকি অংশ উদ্ধারে অভিযান চলছে।

আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে সোমবার ৯ আগস্ট ২০২১ সকালে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার জামগড়ায় রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ এলাকায় মিন্টু বর্মণের লাশ উদ্ধারে অভিযান শুরু করে র‍্যাব। পরে গ্রেপ্তারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুতে রাখা লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।

নিহত মিন্টু চন্দ্র বর্মণ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া গ্রামের শরত বর্মণের ছেলে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন সাংবাদিকদের বলেন, যাদের আটক করা হয়েছে, তাদের ভাষ্যমতে স্কুলের শ্রেণিকক্ষেই মিন্টু বর্মণকে কুপিয়ে খুন করা হয়। এরপর লাশ ছয় টুকরো করে স্কুলের মাঠেই পুতে ফেলা হয়। বিচ্ছিন্ন মাথা ফেলা হয় দক্ষিণখানের আশকোনা এলাকায়। আটক সবাই খুনের সঙ্গে সম্পৃক্ত বলে স্বীকার করেছে।

মিন্টু চন্দ্র বর্মণ সাত বছর ধরে আশুলিয়ার জামগড়া এলাকায় বসবাস করে আসছিলেন। এবং সেখানেই সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন। ১৩ জুলাই থেকে তার সন্ধান মিলছিল না।

পরে এ ঘটনায়;২২ জুলাই আশুলিয়া থানায় নিখোঁজের জিডি করেন তার পরিবার। ওই ঘটনায় পুলিশের পাশাপাশি তদন্ত শুরু করে র‍্যাব।


এনএফ৭১/এনজেএ/২০২১



বিষয়: সাভার


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top