গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

ফারহানা মির্জা | প্রকাশিত: ১৩ আগষ্ট ২০২৩, ১৮:২০

ছবি : সংগৃহিত

গেলো রাত শনিবার (১২ আগস্ট) ৮টার দিকে ধানসোনা নতুননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ২টার দিকে দগ্ধদের আশুলিয়া থেকে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

দগ্ধরা হলেন: গার্মেন্টসকর্মী সাবিনা বেগম (৪০), প্রতিবেশী ভাড়াটিয়া দোকানদার মহসিন হোসেন (২৭) ও তার মা কমলা বেগম (৫০), এসকেভেটর চালক নজরুল ইসলাম (৪৫), কারখানা কর্মচারী সাদেক (৩০) ও দোকানদার হাশেম (৫০)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সাবিনার স্বামী মোতালেব হোসেন জানান, তারা ধানসোনা ইউনিয়নের নতুননগর এলাকার শফিকের সেমিপাকা টিনশেড বাড়িতে পাশাপাশি কয়েকটি ঘরে ভাড়া থাকেন। রাত ৮টার দিকে তিনি বাইরে থেকে ফেরার সময় বাসার অদূরে পৌঁছালে তখন বিকট একটি শব্দ শুনতে পান। দৌড়ে বাসায় গিয়ে দেখেন, তাদের বাসা ও আশপাশে আরও কয়েকটি ঘরে আগুন জ্বলছে এবং প্রচণ্ড ধোঁয়া বের হচ্ছে। পরবর্তীকালে আশপাশের ভাড়াটিয়াদের মাধ্যমে কয়েকটি ঘর থেকে ওই ৬ জনকে বের করে আনা হয়। এরপর প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে রাতেই বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, সেমিপাকা ঘরগুলোতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্নার কাজ করেন সবাই। ধারণা করা হচ্ছে, গ্যাস লিকেজ থেকে এ বিস্ফোরণ ঘটেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top