রবিবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না: অর্থ উপদেষ্টা

Nasir Uddin | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৫, ২১:৩১

ছবি: সংগৃহীত

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, শিক্ষা না থাকলেও অর্থ অর্জন করা যায়, কিন্তু শিক্ষা থাকলে তা কেউ ছিনিয়ে নিতে পারে না। শিক্ষা ও অভিজ্ঞতা কেউ কেড়ে নিতে পারে না। সমতা আনার ক্ষেত্রে বড় হাতিয়ার হলো শিক্ষা। এসময় তিনি আরো বলেন, বাংলাদেশ খাদের কিনারায় পৌঁছে গিয়েছিলো, সেখান থেকে তুলে আনার চেষ্টা করছে সরকার।

শনিবার (২২ ফেব্রুয়ারি) আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ২২তম সমাবর্তনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কুড়িলে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব ক্যাম্পাসে এ সমাবর্তন অনুষ্ঠিত হয়।

অর্থ উপদেষ্টা বলেন, ‘গ্র্যাজুয়েটরা প্রথমে নিজেদের পরিবারের প্রতি নজর রাখবেন, দেশের প্রতি নজর রাখবেন এবং মানুষের প্রতি যত্নশীল হবেন। শিক্ষকদের মান ও আন্তরিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি এআইইউবিকে ধন্যবাদ জানাই, কারণ তারা এটি অর্জন করতে পেরেছে।’

সমাবর্তনে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। সমাবর্তন বক্তা ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। আরো বক্তব্য দেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান নাদিয়া অনোয়ার, উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রহমান।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top