ভাষানটেকে বিআরপি বস্তিতে আগুন
Nasir Uddin | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ১২:৪৫

রাজধানীর ভাষানটেক এলাকায় বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের মিরপুর ও কুর্মিটোলা স্টেশনের ৫টি ইউনিটের প্রায় আধা ঘণ্টা চেষ্টায় ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বৃহস্পতিবার (৬ মার্চ) ১১টা ৫ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহত হয়েছে বলে আমাদের কাছে এমন কোনো সংবাদ আসেনি।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।