গোপালগঞ্জে শারীরিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ অক্টোবর ২০২০, ১৭:৫৮
গোপালগঞ্জ থেকে:
সারাদেশে শারীরিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে মানববন্ধন হয়েছে গোপালগঞ্জে। ১লা অক্টোবর-বৃহস্পতিবার, সকাল ১১টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে মানবন্ধনের আয়োজন করে গোপালগঞ্জ পোষই ওয়ার্ল্ড ফাউন্ডেশন। প্রায় একঘন্টার মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের প্রতিষ্ঠাতা আশিক চৌধুরী, সরকারী বঙ্গবন্ধু কলেজের অধ্যাপক আমিনুল করিম মঞ্জু, শাহরয়িার ইসলামসহ জেলার গণ্যমান্য ব্যাক্তিরা।
মানববন্ধনে শারীরিক নির্যাতন ও হয়রানীর প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। সিলেটের এমসি কলজে ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে শারীরিক নির্যাতনকারী দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করা হয়।
এনএফ৭১/জুআসা/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।