রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১

পদ্মায় মিলল ৩০ কেজির বাঘাইড়!

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৪৬

নিজস্ব প্রতিনিধি:

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে কর্ণেসোনা এলাকায় জেলের জালে ৩০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে হযরত আলী মণ্ডলের জালে পদ্মা নদীতে বিশাল এ মাছটি ধরা পড়ে।

জেলে হযরত আলী জানান, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তারা দৌলতদিয়া ঘাটের উজানে ডল্লাপাড়া এলাকা থেকে পদ্মা নদীতে বেড় দিয়ে জাল ফেলেন। সারা রাত কোনো মাছ না পেয়ে তিনি ও তার অন্য সহযোগীরা হতাশ হয়ে পড়েন। ভোরের দিকে আবার দৌলতদিয়ার ৬নং ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে জাল ফেললে ৩০ কেজি ওজনের বাঘাইড় মাছটি ধরা পড়ে।

সকালে মাছটি দৌলতদিয়া ঘাটের দুলাল মণ্ডল ৯৫০ টাকা কেজি দরে ২৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। সামান্য লাভে ১১০০ বা ১১৫০ টাকা কেজি দরে মাছটি বিক্রি করবেন তিনি।

মাছ ব্যবসায়ী দুলাল মণ্ডল জানান, বর্তমানে নদীর পানি কমছে, যার ফলে আবার বড় বড় মাছ ধরা পড়ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top