দুদকের নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

Nasir Uddin | প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯

দুদক নতুন চেয়ারম্যান আবদুল মোমেন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। এছাড়া কমিশনার হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মিয়া আলী আকবর আজিজি ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ পদে তাকে নিয়োগ দেন। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

চলতি সপ্তাহেই তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ শপথ অনুষ্ঠিত হবে।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন ড. মোহাম্মদ আবদুল মোমেন। গত রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগের কারণ হিসেবে আবদুল মোমেন ‘ব্যক্তিগত’ কারণের কথা উল্লেখ করেছেন।

পরদিন সোমবার পদত্যাগপত্রটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়। সেইসঙ্গে গৃহীত হয়েছে বলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা গেছে। মঙ্গলবারই তার এই চুক্তি বাতিল করে আলাদা একটি আদেশ জারি করে মন্ত্রণালয়।

যুগ্ম সচিব থাকা অবস্থায় ২০১৩ সালে মোহাম্মদ আবদুল মোমেনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয় হলে ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়।

গত ১৭ আগস্ট আবদুল মোমেনকে জ্যেষ্ঠ সচিব পদে পদোন্নতি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি ১৮ আগস্ট এই পদে যোগদান করেন। গত ১ অক্টোবর তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top