চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করলো ই-ক্যাব

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৪

ই-কমার্স প্রতিষ্ঠান

ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) চারটি ই-কমার্স প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত করেছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে - ইভ্যালি ডট কম লিমিটেড, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপ ও গ্লিটার্স আরএসটি ওয়ার্ল্ড।

বুধবার (২৯ সেপ্টেম্বর) সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

ই-ক্যাবের মহাব্যবস্থাপক জানান, কিছু ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হয়। ই-ক্যাব মোট ১৬টি প্রতিষ্ঠানকে ভিন্ন ভিন্ন অভিযোগে কারণ দর্শানোর নোটিশ প্রদান করে। যার মধ্যে চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিত ঘোষণা করা হয়েছে।

উক্ত চারটি প্রতিষ্ঠানের সদস্যপদ স্থগিতের কারণ হিসেবে দেখানো হয়েছে - অভিযোগের বিষয়ে জবাব না দেওয়া, সন্তোষজনক জবাব না দেওয়া, ডিজিটাল কমার্স পরিচালনা নির্দেশিকা-২০২১ পরিচালনা না করা এবং ক্রেতা-ভোক্তাদের পাওনা সময়মতো পরিশোধ না করা।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top