টাকা ফেরত দিচ্ছে না বুমবুম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ২০:৫১
সিআইডির নজরদারিতে থাকা ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে একটি বুমবুম। এ প্রতিষ্ঠানটি পাঁচ মাস আগে ব্যবসা শুরু করে পণ্যের দামে বিপুল ছাড়ের লোভ দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছে। প্রতিষ্ঠানটি প্রথম দুই মাস ঠিকমতো গ্রাহকদের পণ্য দিলেও পরবর্তী তিন মাস ধরে তারা পণ্য বা টাকা—কোনোটাই দিচ্ছে না।
এর আগে বুধবার (১৩ অক্টোবর) বেলা আড়াইটার দিকে ঢাকার বনানীর ওই ঠিকানায় গিয়ে দেখা যায়, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ ছিলেন না সেখানে। তবে তিনজন কর্মী রয়েছেন। একই সময় পাওনা টাকা ফেরতের জন্য গিয়েছিলেন চারজন গ্রাহক।
অফিসে উপস্থিত গ্রাহকদের দাবি, বুমবুম টাকা ফেরত দিচ্ছে না। কারও কারও টাকার পরিমাণ চার থেকে পাঁচ লাখ।
তবে কার্যালয়ে উপস্থিত বুমবুমের কর্মকর্তাদের দাবি, তাঁরা চলতি বছরের এপ্রিল মাসে ব্যবসা শুরু করেন। তাঁদের ৭৭ শতাংশের মতো ফরমাশের বিপরীতে পণ্য দেওয়া হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: ই-কমার্স প্রতিষ্ঠান বুমবুম
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।