"প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং করার এখন সময়ের প্রয়োজন"

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ আগষ্ট ২০২১, ১৯:১০

"প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং করার এখন সময়ের প্রয়োজন"

করোনাকালে রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। সেইসাথে ব্যাংকগুলোকে লোকসান কমিয়ে আনার কতিপয় বিষয়ে রাষ্ট্রীয় ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের দেওয়া হয়েছে চিঠি। এমনটি সংশ্লিষ্ট সূত্রে থেকে জানা গেছে।

সূত্র জানায়, চিঠিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে একই জায়গায় রাষ্ট্রীয় বাণিজ্যিক ব্যাংকের একাধিক শাখার খোলার অনুমোদন দেওয়া হবে না। অর্থাৎ, কোনো নির্দিষ্ট এলাকায় কোনো রাষ্ট্রীয় ব্যাংকের শাখা থাকলে অন্যকোনো সরকারি ব্যাংকের কোনো শাখা সেখানো খোলার অনুমতি দেওয়া হবে না।

এ বিষয়ে অর্থমন্ত্রী আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবকে বলেছেন, কোনো অবস্থায় সরকারি ব্যাংকগুলো একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করার প্রয়োজন নেই। আর ব্যাংকের শাখার সংখ্যা না বাড়িয়ে প্রযুক্তি নির্ভর ডিজিটাল ব্যাংকিং করার এখন সময়ের প্রয়োজন। অর্থমন্ত্রী এই অনুশাসনের বিষয়টি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পক্ষ থেকে সব রাষ্ট্রীয় ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top