নতুন মাইলফলক ছুঁলো শেয়ারবাজার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ আগষ্ট ২০২১, ২০:২১

নতুন মাইলফলক ছুঁলো শেয়ারবাজার

সোমবার লেনদেনের শুরুতেই শেয়ারবাজারে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতা। প্রথম আধাঘণ্টার লেনদেনে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক বেড়েছে ১৯ পয়েন্ট।

শুরুতে বড় উত্থান হলেও পরের ২০ মিনিটে বেশকিছু প্রতিষ্ঠানের দরপতন হয়। এতে ডিএসইর প্রধান মূল্যসূচক এক পর্যায়ে কমে যায় ১ পয়েন্ট। অবশ্য সূচকের ঋণাত্মক অবস্থা বেশি সময় স্থায়ী হয়নি।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের তুলনায় বেড়েছে ২৬ পয়েন্ট। এর মাধ্যমে ডিএসর প্রধান মূল্যসূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৭২৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ বেড়েছে ৩ পয়েন্ট। আর ডিএসই-৩০ সূচক বেড়েছে ৩ পয়েন্ট।

অপরদিকে, শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৯ পয়েন্ট বেড়েছে। লেনদেন হয়েছে ১৫ কোটি ৭৫ লাখ টাকা। লেনদেন অংশ নেওয়া ১৮৫ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১০৬টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪টির।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top