ডিএসই ও সিএসই'র সূচক ঊর্ধ্বমুখী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২, ০৩:০৪
সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন চলছে।
বুধবার (১২ জানুয়ারি) এ সপ্তাহের ডিএসই ও সিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।
এদিন বুধবার বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত লেনদেনে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৬৩ পয়েন্টে। এ ছাড়া ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫০০ পয়েন্ট ও ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২৬৩০ পয়েন্টে।
এ পর্যন্ত লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৪টি কোম্পানির শেয়ারের। দাম কমেছে ১২৫টির এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪৩টির। অপরদিকে একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএএসপিআই সূচক ২৫ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৬৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ডিএসই সিএসই সূচক ঊর্ধ্বমুখী DSEC CSEC
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।