দুই দিনের ব্যবধানে সোনার দাম বাড়ল পৌনে ৩ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ জুলাই ২০২২, ১১:১১
বাংলাদেশের বাজারে প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ৭৪১ টাকা বাড়ানো হছে। এছাড়া, প্রতি ভরি সোনার অলঙ্কার কেনার সময় এখন থেকে ক্রেতাদের কাছ থেকে ৩ হাজার ৪৯৯ টাকা মজুরি নেওয়া হবে। বাজারে তেজাবী সোনার (ভালো মানের সোনা) দাম বাড়ায় নতুন মূল্য তালিকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। শুক্রবার (২৯ জুলাই) থেকে সারা দেশে নতুন দাম অনুযায়ী সোনা কেনাবেচা করা হবে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির চেয়ারম্যান এম এ হান্নান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এর আগে গতকাল বুধবার (২৭ জুলাই) সোনার দাম বাড়ানো হয়েছিল। দুই দিনের ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হলো। দুই দফায় সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৮২ টাকা বাড়ানো হয়েছে।
নতুন দাম অনুযায়ী, ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ পড়বে ৮১ হাজার ২৯৮ টাকা। ২১ ক্যারেট প্রতি ভরি ৭৭ হাজার ৫৬৫ টাকা, ১৮ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৬৬ হাজার ৪৮৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ১৭১ টাকা।
এদিকে, রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: সোনার দাম বাংলাদেশ বাজুস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।