হলিউড থেকে বিরতি নিলেন ‘ডেডপুল’
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২১, ০০:৫০

হলিউডের ব্যস্ততম তারকাদের একজন রায়ান রেনল্ডস। এবছর মুক্তি পেয়েছে তার দুটি ছবি। মুক্তির অপেক্ষায় আছে ‘রেড নোটিশ’। হাতে আছে ‘ডেডপুল থ্রি’ সহ আরো বেশ কয়েকটি ছবির কাজ।
এর মাঝেই অভিনয় থেকে কিছুদিন বিরতি নেবেন বলে জানালেন অভিনেতা। সম্প্রতি সামাজিক মাধ্যামে এক পোস্টে রায়ান লিখেছেন, লিখেছেন, ‘কিছুটা বিরতি নেয়ার এটাই উপযুক্ত সময়। শিল্পী ও নির্মাতাদের মিস করবো।’ এর আগে তিনি লেখেন, ‘স্পিরিটেড এর কাজ শেষ করলাম। এরকম কঠিন কাজের জন্য তিন বছর আগেও প্রস্তুত ছিলাম কিনা জানি না। গান, নাচ, স্যান্ডবক্সে খেলা, সব মিলিয়ে যেন স্বপ্ন পূরণ হলো আমার। এটি অক্টাভিয়া স্পেন্সারের সঙ্গে আমার দ্বিতীয় ছবি।’
রায়ান রেনল্ডস বর্তমানে কমেডি-মিউজিক্যাল ছবি ‘অ্যা ক্রিসমাস ক্যারল’ এর শুটিং করছেন। শেষ করেছেন ‘স্পিরিটেড’-এর কাজ। তবে রায়ান রেনল্ডস কর্মবিরতিতে যাচ্ছেন জানার পর থেকে ‘ডেডপুল থ্রি’ ভক্তরা দুশ্চিন্তায় পড়েছেন। এদিকে অভিনেতা আগেই জানিয়ে দিয়েছেন আগামী বছর শুরু হবে ছবির শুটিং।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: রায়ান রেনল্ডস ডেডপুল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।