ছেলে হারালেন মাসুদ পথিক

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২১, ০৩:২৩

ছেলে হারালেন মাসুদ পথিক

একমাত্র পুত্রকে হারালেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মাসুদ পথিক। বৃহস্পতিবার (২১ অক্টোবর) বিকেল ৫টায় মারা যায় তার আট বছর বয়সি পুত্র অনুসূর্য। এ তথ‌্য নিশ্চিত করেছেন মাসুদ পথিক।

মাসুদ পথিকের পরিবার সূত্রে জানা যায়, এদিন বিকেলে বাথরুমে গোসল করতে যায় অনুসূর্য। অনেকক্ষণ হয়ে গেলেও সে বের হচ্ছিল না। পরে অনেক ডাকাডাকি করেও সাড়া না পেলে দরজা ভেঙে বাথরুমে তাকে মৃত পাওয়া যায়।

অনুসূর্যের জানাজা শেষে নরসিংদীতে গ্রামের বাড়িতে তাকে সমাহিত করা হবে। ছেলের আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন মাসুদ পথিক।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top