মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

‘কেজিএফ টু’, ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘বাহুবলী’ ছাড়িয়ে শীর্ষে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২, ১০:৩০

‘কেজিএফ টু’, ‘অ্যাভেঞ্জার্স’ ও ‘বাহুবলী’ ছাড়িয়ে শীর্ষে

মুক্তির পর থেকেই বক্স অফিসের সমস্ত রেকর্ড ভেঙে দিচ্ছে 'কেজিএফ: চ্যাপ্টার টু'। তৈরি করছে নতুন ইতিহাস। ইতিমধ্যেই অগ্রিম টিকিট বুকিংয়ের মধ্য দিয়ে এসএস রাজামৌলির 'বাহুবলী: দ্য কনক্লুশন' সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে।

এমনকি হলিউড ব্লকবাস্টার 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম'কেও পেছনে ফেলে দিয়েছে কেজিএফের সিক্যুয়েলটি।

প্রশান্ত নীলের মহাকাব্যিক সিনেমাটি অনলাইনে অগ্রিম টিকিট বুকিং খোলার পর থেকেই নতুন রেকর্ডের মালিক হতে শুরু করেছে। অগ্রিম ২.৯ মিলিয়ন টিকিট বিক্রি করে এখন শীর্ষস্থান দখল করেছে কন্নড় অভিনেতা যশের এ সিনেমা।

১৪ এপ্রিল ভারতের ১০ হাজারেরও বেশি সিনেমা হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।দেখা যাবে পঞ্চাশ হাজারেরও বেশি শো।

মুক্তির প্রথম দিনে আয়ের দিক থেকে হিন্দি সংস্করণে 'বাহুবলী: দ্য কনক্লুশন' এর চেয়ে এগিয়ে যাবে 'কেজিএফ টু' বিশ্বস্ত বক্স অফিস সূত্র অনুযায়ী এমনটাই জানা গেল। ছবিটি আজ প্রায় ৪৫ কোটি রুপি আয় করবে। যেখানে 'বাহুবলী: দ্য কনক্লুশন' এর হিন্দি সংস্করণ আয় করেছিল ৪১ কোটি রুপি।

তবে হৃতিক রোশানের 'ওয়ার' প্রথম দিনে ব্যবসা করেছিল ৫৩.৩৫ কোটি টাকা। তাই টার্গেট এখন সেটিকেও ছাড়িয়ে যাবার।

এদিকে জানা গেছে, প্রথম দক্ষিণ ভারতীয় সিনেমা হিসেবে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে এক মিলিয়নেরও বেশি অর্থ সংগ্রহ করেছে 'কেজিএফ চ্যাপ্টার টু'।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top