শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে অনন্ত-বর্ষার আড্ডা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ মে ২০২২, ০৫:৩১

অভিষেক-ঐশ্বরিয়ার সঙ্গে অনন্ত-বর্ষার আড্ডা

দুটি চলচ্চিত্র নিয়ে কান চলচ্চিত্র উৎসবে গেছেন দেশের জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষা। বিভিন্ন দেশের ফটো সাংবাদিকরা তাদের পেয়ে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। অনেক উৎসাহী তাদের সঙ্গে সেলফিও তুলেন।

অনন্ত নিজেই সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও পোস্ট করে তা জানালেন। এবার তাকে দেখা গেল বলিউডের জনপ্রিয় দম্পতি জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে সময় কাটাতে। কানের উৎসবে এক হয়েছেন দুই দেশের দুই জুটি। তারা মেতেছিলেন আড্ডায়।

চিত্রনায়ক অনন্তের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার (১৮ মে) কয়েকটি ছবি পোস্ট করা হয়। তাতেই কমেন্ট বক্সে ভক্তরা অভিনন্দন ও শুভেচ্ছা দিচ্ছেন।

সেখানে তিনি লেখেন, ‘অভিষেক ও ঐশ্বরিয়ার সঙ্গে সময় কাটালাম আমরা।’

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top