শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

সুপারস্টার রাম চরণের দেখা পেলেন ২৬৪ কিলোমিটার পথ হেঁটে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৫:০৯

সুপারস্টার রাম চরণের দেখা পেলেন ২৬৪ কিলোমিটার পথ হেঁটে

ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার রাম চরণের সঙ্গে দেখা করার জন্য এক ভক্ত দীর্ঘ ২৬৪ কিলোমিটার পথ পায়ে হেঁটেছে! শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ওই ভক্তের নাম জয়রাজ। তার বাড়ি তেলেঙ্গানা রাজ্যের গাড়ওয়াল জেলার দূরবর্তী একটি গ্রামে। সেখান থেকে তিনি হায়দরাবাদে রাম চরণের বাড়িতে আসেন। তাও আবার হেঁটে!

ভক্তের এমন কাণ্ডে অবাক হয়েছেন রাম চরণ। তাই হতাশ করেননি। জয়রাজের সঙ্গে দেখা করেছেন। কথা বলেছেন। আবার জয়রাজের দেওয়া একটি উপহারও গ্রহণ করেছেন অভিনেতা।

উপহারটি হলো- রাম চরণের একটি পোট্রেট। যেটা তৈরি করা হয়েছে ধান দিয়ে। জানা গেছে, এলাকায় জয়রাজের ধানের জমি রয়েছে। সেই জমির ধান দিয়েই তিনি প্রিয় তারকা রাম চরণের প্রতিকৃতি বানিয়েছেন। বিশেষ এই প্রতিকৃতি দেখে অভিনেতা মুগ্ধ হয়েছেন।

গত মার্চে মুক্তি পেয়েছিল রাম চরণ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আরআরআর’। এস এস রাজামৌলি পরিচালিত সিনেমাটি নির্মাণে ব্যয় হয়েছিল ৫০০ কোটি রুপির বেশি। আর মুক্তির পর বক্স অফিসে রেকর্ড গড়ে প্রায় ১২০০ কোটি রুপি আয় করে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top