মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

৭৪ তারকা শিল্পীকে নিয়ে ‘দিন দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ জুলাই ২০২২, ০৬:০৯

৭৪ তারকা শিল্পীকে নিয়ে ‘দিন দ্য ডে’ দেখবেন অনন্ত-বর্ষা!

চলচ্চিত্রের ৭৪ জন শিল্পীকে নিয়ে একসঙ্গে ‘দিন দ্য ডে’ দেখবেন ছবি অনন্ত জলিল-আফিয়া নুসরাত বর্ষা। রবিবার (১৭ জুলাই) অনন্ত এক ভিডিও বার্তায় বলেন, ‘‘এবার শুধু আমি বা বর্ষা নই, ‘দিন দ্য ডে’ দেখবেন আমাদের চলচ্চিত্রের ৭৪ জন আর্টিস্ট। আমরা একসঙ্গে ছবি দেখবো। আমন্ত্রণ জানাচ্ছি সাংবাদিক ভাইয়েদেরও।’’

অনন্ত জানান, ১৮ জুলাই যমুনা ব্লকবাস্টারে সন্ধ্যা ৭টার শো দেখবেন তারা।

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে তিনটি সিনেমা। এরমধ্যে শতাধিক ও সর্বাধিক প্রেক্ষাগৃহে চলছে অনন্ত জলিল প্রযোজিত ও অভিনীত ‘দিন দ্য ডে’। এই সিনেমাতেও অনন্তর নায়িকা স্ত্রী বর্ষা। এটি পরিচালনা করছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

বাংলাদেশ ছাড়াও ইরান, তুরস্ক, আফগানিস্তানে সিনেমাটির শুটিং হয়েছে। যৌথ প্রযোজনার এ ছবিতে আরও অভিনয় করেছেন অনন্তর বন্ধু সুমন ফারুক, খল অভিনেতা মিশা সওদাগরসহ অনেকে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top