জয়ার কাছে ইলিশ খেতে চেয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠি
নিশি রহমান | প্রকাশিত: ১৭ জানুয়ারী ২০২৩, ০০:৫১
প্রথমবার জয়াকে দেখা যাবে হিন্দি সিনেমায়। যার প্রাথমিক নাম ‘কড়ক সিং’। সিনেমায় তার সহশিল্পী হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠি, মালায়লাম অভিনেত্রী পার্বতী থিরুভোথু ও বলিউড অভিনেত্রী সানজানা সাঙ্ঘি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন অনিরুদ্ধ রায় চৌধুরী। গত শনিবার শেষ হয়েছে সিনেমাটির শুটিং। ঘুরে ফিরে উঠে এলো পঙ্কজ ত্রিপাঠির কথা। তিনি সিনেমার প্রধান অভিনেতা।
আরও পড়ুন: ক্যাটরিনার সঙ্গে থাকতে চান সালমান
জয়াকে ফেসবুক অনুসরণ করেন পঙ্কজ ত্রিপাঠি। তার কাজগুলো দেখেছেন ‘নিউটন’খ্যাত অভিনেতা। জয়া বলেন, ‘উনি নিখুঁতভাবে বলছিলেন আমার কাজ নিয়ে। আমি জিজ্ঞেস করিনি কোন কাজ দেখেছেন। একজন সহঅভিনেতাকে জানার চেষ্টা দেখে ভালো লেগেছে। শুটিংয়ের ফাঁকে আমাদের দেশ বিদেশের কাজ নিয়ে কথা হতো। সব মিলিয়ে তার সঙ্গে শুটিং কিংবা আড্ডায় অনেক কিছু শিখেছি। এত সব গুণী অভিনেতা সবার কাছ থেকেই অনেক কিছু শেখার ছিল।’
এক সময় তাদের শুটিং হয়ে যায় পরিবারের মতো। একসঙ্গে চিত্রনাট্য নিয়ে বসা, শুটিং শেষে উৎসবমুখর পরিবেশে খাওয়া, সব মিলিয়ে মেতে উঠে ছিলেন আড্ডায়। সেই আড্ডা শেষের দিকে মন খারাপ হতে থাকে জয়ার। তিনি বলেন, ‘একটা টিম ইউনিটের সবার মধ্যে বন্ধুত্ব, বোঝাপড়া না থাকলে কিন্তু কাজটা ঠিক ভাবে হয় না। কারণ আমাদের অনেক দিন একটি পরিবার হয়ে থাকতে হয়। একে একে আমাদের কাজগুলো কমতে থাকে। আমার ও পঙ্কজ ত্রিপাঠির দৃশ্য দিয়ে শুটিং শেষ হয়েছে। যার যার মতো কেউ মুম্বাই, কেউ দিল্লি, কেউ গুজরাট, কেউ দক্ষিণ ভারত, আমি বাংলাদেশে ফিরব—এভাবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পর থেকেই মন খারাপ হয়েছে।’
জয়া বলেন, ‘পঙ্কজ এবং তার স্ত্রী বাংলাদেশে আসার জন্য খুব আগ্রহ দেখিয়েছেন। এক পায়ে খাড়া। সুযোগ পেলেই আসবেন। শুটিংয়ের সময় ত্রিপাঠি ইলিশ মাছ খেতে চেয়েছিলেন। কিন্তু সেখানে তো বাংলাদেশের ইলিশ মাছ পাওয়া যায় না। তাকে বলেছি বাংলাদেশে আসতে। এলে তো সবার আগে অবশ্যই ইলিশ মাছ খাওয়াব। এই মানুষটা এত খাবার পছন্দ করেন, এমন ভোজন রসিক মানুষকে বাঙালিয়ানা খাবার খাওয়াতেও ভালো লাগবে।
এ সময় বলিউডে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে জয়া বলেন, ‘বলিউডে কাজগুলো আরও বড় পরিসরে কাজগুলো হয়। আমরা সচরাচর যেভাবে শুটিং করি তার চেয়ে পরিসরটা বড় থাকে। খুব বেশি পেশাদার লোকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অন্যরকম। পঙ্কজ ত্রিপাঠি, পার্বতী আরও যারা ছিলেন সবাই অনেক গুণী অভিনয়শিল্পী।’
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।