শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

গোপন ঘটনা ফাঁস করলেন নোরা ফাতেহি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২১, ২৩:০৯

ছবি: সংগৃহীত

সম্প্রতি কিছু গোপন বিষয়ে মুখ খুলেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি। জানালেন তার বলিউডে পা রাখার পর বিভিন্ন বাধা বিপত্তির কথা।

সম্প্রতি কারিনা কাপুর খানের চ্যাট শোয়ে হাজির হন নোরা ফাতেহি। সেখানেই সে প্রকাশ করে তার হেনস্তা হওয়া এক ঘটনার কথা। নোরা বলেন প্রথম যখন সে মুম্বাইতে আসেন,তখন মুম্বাইয়ের এক নামি কাস্টিং ডিরেক্টর তাকে ডেকে নিয়ে যান তার বাড়িতে। তার সঙ্গে খারাপ ব্যবহার করে, চিৎকার করে ওঠেন নিম্নমেধার মানুষ বলে, সেই কথা মনে করে এখনও যেন শিউরে ওঠেন নোরা।

ভারতে এসে বলিউডে ক্যারিয়ার গড়তে চাইলে, সবার সাথেই কি এই ধরনের ব্যবহার করা হয়- সে সময় নোরার মনে এমন বিভিন্ন জিজ্ঞাসা তৈরি হতো। তবে কোন কাস্টিং ডিরেক্টর তার সঙ্গে ওই ধরনের ব্যবহার করেছেন, তার নাম প্রকাশ করেননি নোরা।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top