অবশেষে ইসরায়েল থেকে নিরাপদে বাসায় ফিরছেন নুসরাত
শাকিল খান | প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩, ১৫:৫৭
হামাসের হামলায় ইসরায়েলে আটকে পড়েছিলেন বলিউড অভিনেত্রী নুসরাত ভারুচা। হাইফা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে সেখানে গিয়েছিলেন তিনি। অবশেষে সংঘাতময় পরিস্থিতির মধ্যে ইসরায়েল থেকে নিরাপদে বাসায় ফিরছেন তিনি।
অভিনেত্রীর টিম জানিয়েছে, আমরা অবশেষে নুসরাতের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি এবং দূতাবাসের সহায়তায় তাকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তবে আমরা সরাসরি ফ্লাইট পাইনি তাই তিনি একটি সংযোগকারী ফ্লাইটে বাড়িতে ফিরছেন।
সংঘাতময় পরিস্থিতির মধ্যে দুর্ভাগ্যবশত ইসরায়েলে আটকে পড়েছিলেন নুসরাত। শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শেষবার যখন তার টিমের সঙ্গে নুসরাতের যোগাযোগ হয়, তখন তিনি একটি বেজমেন্টে নিরাপদ আশ্রয়ে ছিলেন। এরপর থেকে তারসঙ্গে আর সংযোগ করতে পারছিলেন না তারা।
প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে অভিনয় করছেন নুসরাত। ‘সনু কে টিটু কি সুইটি’ হিট হওয়ার পর থেকেই ব্যবসাসফল ও প্রশংসিত সিনেমায় দেখা গেছে অভিনেত্রীকে। গত কয়েক বছরে নুসরাত অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘ড্রিম গার্ল’, ‘আজিব দসতানস’, ‘ছোরি’।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।