বিপুল ভোটের ব্যবধানে দেবের জয়

সুজন হাসান | প্রকাশিত: ৫ জুন ২০২৪, ১৫:০৩

ছবি: সংগৃহীত

শেষ হয়েছে ভারতের ১৮তম লোকসভা নির্বাচন। মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট গণনা। এবারের নির্বাচনেও তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়ে নিজ আসনে জিতলেন অভিনেতা দেব। তৃতীয়বারের জন্য ঘাটাল কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী নায়ক হিরণকে জয়ী হলেন তিনি।

ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ঘাটাল কেন্দ্রে বিপুল ভোটে জয় পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা দেব। বিজেপি সমর্থিত আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ১ লক্ষ ৮২ হাজার ৮৬৮ ভোটে হারিয়েছেন তৃণমূলের প্রতীকে নির্বাচন করা এই তারকা।

২০০৯ সালে এই কেন্দ্রের সাংসদ ছিলেন সিপিআই এর দৌর্দণ্ডপ্রতাপ নেতা গুরুদাস দাশগুপ্ত। সেবারের লোকসভা ভোটে প্রায় দেড় লক্ষ ভোটে তৃণমূলের প্রার্থীকে পরাজিত করেছিলেন। কিন্তু ২০১৪ সালে সিপিএম প্রার্থী সন্তোষ রানাকে বড়সড় ভোটের ব্যবধানে হারিয়ে জয়ী হন তৃণমূল সাংসদ দেব। সেবার বিজেপি খুবই কম ভোট পেয়েছিল। এদিকে ২০১৪ এবং ২০১৯ পরপর দুবার লোকসভা নির্বাচনে জয়ী হন দেব। আর এবার সেই দেবের বিপরীতেই এই লোকসভা কেন্দ্রে বিজেপির হয়ে প্রার্থী হয়েছেন, তাঁর টলিপাড়ার বহুদিনের সহকর্মী হিরণ চট্টোপাধ্যায়।   

তিনি এবার যখন মনোনয়ন পত্র জমা দিতে গিয়েছিলে। তখনই তিনি জানিয়েছিলেন, তিনি এবার যত ভোট পাবেন তত গাছ লাগাবেন ঘাটালে। সেই কথা মনে করিয়ে তিনি এদিন বলেন আমি যত ভোট পেয়ে জিতব ততগুলো গাছ লাগাব আগেই বলেছিলাম। আমি বর্ষার আগেই সেই উদ্যোগ নেব।

দেব আরও জানান, ঘাটাল মাস্টারপ্ল্যান তাঁর কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হলেও, এবার তিনি ভোটের প্রচারে বেরিয়ে একাধিক সমস্যা দেখেছেন যে তিনি নোট করে রেখেছেন। সেগুলোও তিনি ধীরে ধীরে সমাধান করবেন।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top