ফের মেজাজ হারালেন সালমান
Nasir Uddin | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫:৫২
বর্তমানে একের পর এক হুমকি পাচ্ছেন বলিউডের ভাইজান। কৃষ্ণসার হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে, আর এই কৃষ্ণসারটি পুজো করেন বিশ্নোই সম্প্রদায়ের মানুষ। এজন্য সালমানের উপর হামলা করার মূল লক্ষ্য লরেন্স বিশ্নোই। এমনকি, তারকা সালমানের বাড়ির সামনে গুলিবর্ষণ করেছে লরেন্স বিশ্নোইয়ের দলের দুষ্কৃতীরা। এরপর থেকেই সালমানের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং তিনি এখন নতুন বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন।
নিজের আচার-আচরণেও নাকি পরিবর্তন এনেছেন তিনি! ‘বিগবস্ ১৮’-র মঞ্চে নিজেই স্বীকার করেছেন, এক সময় তার মধ্যে ঔদ্ধত্য ছিল। পরিণতবোধ না থাকায় হঠকারী সিদ্ধান্ত নিয়েছেন জীবনে। কিন্তু এখন তিনি অনেক সংযত। সব কাজ বিবেচনা করে করেন।
তবে এ সবের মধ্যে ফের মেজাজ হারালেন সালমান। সরাসরি তার হুঁশিয়ারি, “আমার সঙ্গে ভুলেও এমন আচরণ করবে না।” বর্তমানে ‘বিগবস্ ১৮’-র শুটিং নিয়ে ব্যস্ত ভাইজান। সেখানেই কাশিশ নামে এক প্রতিযোগীকে হুঁশিয়ারি দিলেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি একটি পার্টিতে যোগ দেন সালমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ‘দাবাং থ্রি’ ছবির সহকর্মী সাই মাঞ্জরেকার। ভক্তরা এদিনও সালমানকে ঘিরে ধরেন। সালমান যেখানেই যাচ্ছিলেন, সেখানেই ভক্তদের ভিড় লক্ষ করা যায়। এ সময় এক ভক্ত সালমানের সঙ্গে সেলফি তুলতে ভীষণ চেষ্টা করেন। ওই ভক্ত এ সময় দৌড়ে সালমানের কাছে চলে যান। এতে সালমান নিজেকে কিছুটা সরিয়ে নেন। এ সময় সালমানকে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল।
ভিডিওটি অন্তর্জালে আসামাত্রই তা ঝড় তোলে। অনেকেই এতে ইতিবাচক মন্তব্য করেন, কেউ কেউ ছিলেন নেতিবাচক। চলুন দেখে নেওয়া যাক আলোচিত ওই ভিডিওটি।
সালমানকে প্রায়ই বিভিন্ন অনুষ্ঠানে মেজাজ হারাতে দেখা যায়। এ নিয়ে মাঝেমধ্যেই আলোচনায় আসেন তিনি।
যা-ই হোক, সালমান খানকে শিগগিরই ‘দাবাং থ্রি’ ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এতে আরো অভিনয় করছেন সোনাক্ষি সিনহা, আরবাজ খান। ডিসেম্বরের ২০ তারিখে বড়পর্দায় উঠবে ছবিটি। এ ছাড়া ‘রাধে’ ছবিতে দেখা যাবে সালমানকে। এরই মধ্যে ছবিটির পোস্টার প্রকাশ্যে এনেছেন সালমান। আগামী বছরের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রাধে’ ছবিটির।
বিষয়: বলিউডের ভাইজান সালমান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।