শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ৫ আশ্বিন ১৪৩২

সানসিল্কের আমন্ত্রণে ঢাকায় পাকিস্তানি তারকা হানিয়া আমির

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির ঢাকায় এসেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে সানসিল্কের আমন্ত্রণে তিনি বাংলাদেশে আসেন। দেশে আসার খবরটি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানান।

নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে বাংলায় লেখে- “আসসালামু আলাইকুম। বাংলাদেশ কেমন আছো?” পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর বিলাসবহুল শেরাটন হোটেলে বিশেষ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি। বাংলাদেশি ভক্তদের সঙ্গে এই সময়টিকে স্মরণীয় করে রাখতে চান জনপ্রিয় এ অভিনেত্রী।

প্রসঙ্গত, আগামী ২১ সেপ্টেম্বর সানসিল্কের আয়োজিত এক্সক্লুসিভ ফটোশুটে অংশ নেবেন হানিয়া আমির। এরপর তিনি নিজ দেশ পাকিস্তানে ফিরে যাবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top