সুখবর দিলেন ক্যাটরিনা ও ভিকি কৌশল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৫১
                                        বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল তাদের জীবনে নতুন অতিথি আসার খবর জানিয়েছেন।
রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক যৌথ পোস্টে তারা এই আনন্দের খবরটি প্রকাশ করেন। তারা লিখেছেন, আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে যাচ্ছে। হৃদয় ভরা আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে আমরা এই সুখবর শেয়ার করছি।
এই খবরটি তাদের ভক্তদের কাছে ছিল বহুল প্রত্যাশিত। ২০২১ সালের ডিসেম্বরে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ের পর থেকেই সবাই এই শুভ সংবাদের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল।
ক্যাটরিনা ও ভিকি তাদের ভালোবাসার নানা মুহূর্ত নিয়মিতই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। এবার জীবনের সবচেয়ে বড় সুখবরটি জানিয়ে আরও একবার সবার মন জয় করলেন বলিউডের এই প্রিয় দম্পতি।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।