জয়ের জন্মদিনে বাবা মায়ের শুভেচ্ছা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০
                                        ঢালিউডের মেগাস্টার শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাসের পুত্র আব্রাহাম খান জয় আজ (২৭ সেপ্টেম্বর) নয় বছর পূর্ণ করলেন। ২০১৬ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।
২০১৮ সালে শাকিব-অপুর বিচ্ছেদের পর অপু বিশ্বাস এখন ছেলে জয়কে নিয়েই তার সংসার গুছিয়ে নিয়েছেন।
জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বাবা শাকিব খান একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “শুভ জন্মদিন আমার ছোট প্রিন্স। তুমি যেন বড় হয়ে ওঠো একজন সৎ, সাহসী ও হৃদয়বান মানুষ হিসেবে। মহান আল্লাহর কাছে আমার একটাই প্রার্থনা—তোমার জীবনে সুখ, শান্তি আর সফলতার সব দরজা যেন সর্বদা উন্মুক্ত থাকে।”
অপু বিশ্বাসও জন্মদিনে ছেলে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, “শুভ জন্মদিন, আমার প্রিয়। তোমার হাসি, তোমার সরলতা—সবকিছুই আমার কাছে অমূল্য। তোমার স্বপ্নগুলো সত্যি হোক। মা তোমাকে অনেক ভালোবাসি, এখন এবং চিরকাল।”
আজকের দিনে এই ছোট্ট প্রিন্সের জন্য উভয়ই তাদের মমতার উষ্ণ বার্তা দিয়ে তাকে ঘিরে রাখলেন।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।