বিসিএস পাত্র খুঁজছে ভাবনা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩
                                        বর্তমান সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আশনা হাবিব ভাবনা অভিনয় ছাড়াও লেখালেখি, ছবি আঁকা এবং নাচসহ নানা প্রতিভায় সমৃদ্ধ। সামাজিকমাধ্যমেও তিনি বেশ সক্রিয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, বিয়ের জন্য তিনি কেমন পাত্র বেছে নেবেন। সঙ্গে দুটি বিকল্প দেওয়া হয়—একজন বড় মাপের ইউটিউবার নাকি বিসিএস ক্যাডার। জবাবে ভাবনা হাবিব বলেন, “বিসিএস ক্যাডার।”
শুধু তাই নয়, ভাবনা নিজেও বিসিএস পরীক্ষায় অংশ নেবেন বলে জানান। তিনি বলেন, “আমার মা-বাবা এখনও বলেন যে তুমি বিসিএস পরীক্ষাটা দাও। আমি দিতেও পারি। গত বছরও আব্বু আমাকে বিসিএসের কথা বলেছে। যদিও আমার বয়স আছে, এখনও বিসিএস দেওয়ার সুযোগ আছে।”
এদিকে বিসিএস পরীক্ষা দেওয়ার বয়সসীমা সম্প্রতি বাড়ানো হয়েছে জানতে পেরে ভাবনা উচ্ছ্বসিত হয়ে বলেন, “ওয়াও, তাহলে আমি বিসিএস পরীক্ষা দেব।”
এবার দর্শকরা শুধু অভিনেত্রী হিসেবেই নয়, বরং একজন সম্ভাব্য সরকারি কর্মকর্তা হিসেবেও ভাবনাকে দেখতে পাবেন।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।