অঙ্কুশের উপর ঝাঁপিয়ে পরে নারীভক্তরা,আহত একজন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৪
                                        শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ওপার বাংলায় অনুষ্ঠিত হলো টালিউড সিনেমা ‘রক্তবীজ ২’–এর প্রিমিয়ার। সিনেমার খলনায়ক অঙ্কুশ হাজরা’র উপস্থিতিতে নারী ভক্তদের উন্মাদনা হুমড়ি মারলো, যা কিছুটা হালকা উত্তেজনা ও আহত হওয়ার ঘটনাও ঘটিয়েছে।
এই প্রিমিয়ারের আয়োজন করেছিলেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। সন্ধ্যায় প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের আরও অনেক তারকা।
প্রদর্শনীর শুরু থেকেই দর্শক ও ভক্তদের মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে। এসময় অঙ্কুশ হাজরা প্রেক্ষাগৃহে প্রবেশ করলে কয়েকজন নারী ভক্ত তার দিকে দৌড়িয়ে এগোতে গিয়ে হট্টগোল সৃষ্টি হয়। এই হুড়োহুড়ির মধ্যে আহত হন কাহিনি-চিত্রনাট্যকার জিনিয়া সেন।
নির্মাতারা জানিয়েছেন, এই ধরনের ভিড় সামলানোর জন্য ভবিষ্যতে আরও কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।