মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মানহানি মামলা করবেন শিল্পা শেট্টি

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৬

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা স্বামী রাজ কুন্দ্রা-র বিরুদ্ধে ৬০ কোটি টাকারও বেশি আর্থিক প্রতারণার অভিযোগে নিজের নাম জড়ানোর ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

শিল্পা শেট্টি জানিয়েছেন, তার বিরুদ্ধে ছড়ানো তথ্য সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি মিথ্যা খবর ও মানহানিকর সংবাদ প্রচারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন।

অভিযোগকারীর দাবি অনুযায়ী, রাজ কুন্দ্রা প্রায় ৬০ কোটি টাকার লেনদেন চারজন নায়িকার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়েছেন, যার মধ্যে শিল্পা শেট্টি, বিপাশা বসু ও নেহা ধুপিয়া-র নাম উল্লেখ রয়েছে। তবে শিল্পা শেট্টির আইনজীবী স্পষ্ট করেছেন, তার মক্কেল কোনো ১৫ কোটি টাকার লেনদেন করেননি।

আইনজীবী আরও জানিয়েছেন, “যে সংবাদমাধ্যমগুলি মিথ্যা তথ্য দিয়ে শিল্পা শেট্টির মানহানি করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আমরা ফৌজদারি মামলা দায়ের করতে বাধ্য হব। মামলাটি বিচারাধীন, তাই এর বেশি কিছু বলা সম্ভব নয়।”

শিল্পা শেট্টি এই ঘটনায় নিজের সুনাম রক্ষার জন্য কঠোর পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top