পপি মিডিয়ায় ফিরছেন, তবে অভিনয়ে না
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৭
                                        দীর্ঘদিন পর ঢালিউডের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভিন পপি শোবিজ অঙ্গনে ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে তিনি জানিয়েছেন, এবার অভিনয়ে ফিরছেন না, বরং প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে সক্রিয় হবেন।
নব্বই দশকের জনপ্রিয় এই নায়িকা শেষবার ২০২০ সালে ‘ডাইরেক্ট অ্যাকশন’ সিনেমার শুটিংয়ে অংশগ্রহণ করেছিলেন। এরপর পাঁচ বছর আড়ালে ছিলেন। এ বছর ফেব্রুয়ারিতে তিনি পুনরায় প্রকাশ্যে আসেন।
পপি জানান, আড়াল জীবনযাপনের সময়ে তিনি বিয়ে করেছেন এবং এখন এক পুত্রসন্তানের মা। এক সময়ে পারিবারিক বিরোধের কারণে কিছু খবরে তিনি আলোচিত হন।
সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমকে পপি জানিয়েছেন, তিনি সিনেমায় অভিনয় করবেন না, তবে পুরোনো কয়েকটি কাজ শেষ করার পর চলচ্চিত্র প্রযোজনা শুরু করবেন। তিনি বলেন, “ভালো গল্প নির্মানের সাথে থাকতে চাই, নিজের মতো করে সিনেমা তৈরি করব।”
পপির এই ঘোষণার পর শোবিজ অঙ্গনের জন্য নতুন কিছু খবর আসার আশা করা হচ্ছে।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।