মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

কলকাতার অলিতে-গলিতে নওশাবার আত্মা ঘুরে।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৯

ছবি: সংগৃহীত

২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনীক দত্ত পরিচালিত সিনেমা ‘যত কাণ্ড কলকাতাতেই’। এই সিনেমার মাধ্যমে টলিউডে প্রথমবারের মতো প্রবেশ করলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা।

ছবিতে নওশাবা অভিনয় করেছেন একজন বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় আসে। তিনি টলিউডের সুপরিচিত অভিনেতা আবীর চ্যাটার্জি-এর বিপরীতে নজর কাড়েছেন।

প্রথম টলিউড সিনেমার মুক্তি নিয়ে নওশাবা বেশ উচ্ছ্বসিত। যদিও করোনার কারণে বা অন্যান্য কারণে তিনি প্রচারণায় সরাসরি অংশ নিতে পারেননি, তবুও তার মন আছে কলকাতায়। সম্প্রতি কলকাতার আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, কলকাতার রাস্তায় আবীর চ্যাটার্জির সঙ্গে তার পোস্টার দেখে তিনি অত্যন্ত খুশি।

নওশাবা বলেন, “আসলে যেটা আমি স্বপ্ন দেখেছিলাম, সেটা এখন সত্যি হচ্ছে। যদিও আমি সেখানে উপস্থিত নেই, কিন্তু মনে হচ্ছে, কলকাতার অলিতে-গলিতে আমার আত্মা ঘুরে বেড়াচ্ছে।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top