থাই সুন্দরীর ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ায়,হারালেন মুকুট।
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৬
                                        থাইল্যান্ডের আলোচিত সৌন্দর্য প্রতিযোগিতা মিস গ্র্যান্ড প্রাচুয়াপ খিরিখান ২০২৬-এর শিরোপা জয়ের মাত্র একদিন পরই মুকুট হারালেন বিজয়ী সুপান্নি নয়নোনথং। ‘বেবি’ নামে পরিচিত এই প্রতিযোগীর ব্যক্তিগত কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর আয়োজক কর্তৃপক্ষ তার শিরোপা প্রত্যাহার করে নেয়।
এনডিটিভি জানায়, আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে— নয়নোনথংয়ের কর্মকাণ্ড প্রতিযোগিতার নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে তাকে আসন্ন মিস গ্র্যান্ড থাইল্যান্ড ২০২৬ প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগও দেওয়া হবে না।
প্রকাশিত ভিডিওগুলোতে তাকে ধূমপান করতে, অন্তর্বাস পরে নাচতে এবং সেক্স টয় ব্যবহার করতে দেখা যায়। এসব দৃশ্য দ্রুত ভাইরাল হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক বিতর্কের জন্ম দেয়।
ঘটনার পর ২৭ বছর বয়সী সুপান্নি নয়নোনথং সামাজিক মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ক্ষমা প্রার্থনা করেন। তিনি জানান, করোনাকালে চরম আর্থিক সংকটে পড়েছিলেন এবং অসুস্থ মায়ের চিকিৎসার খরচ জোগাতে অনলি ফ্যানস-এ কনটেন্ট তৈরি করেছিলেন।
বিষয়:

                    
                                    
                                    
                                    
                                    
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।