মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

মদ ছেড়ে দেওয়ার কাহিনি বললেন ববি দেওল

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা ববি দেওল স্বীকার করেছেন, জীবনের এক কঠিন সময়ে তিনি মারাত্মকভাবে মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। মদপানের কারণে শুধু তিনিই নয়, পরিবারও ভীষণ ভুগেছে। এমনকি পরিবারের লোকজন তাকে ভয় পেতেন।

তবে সুখবর হলো,এক বছরেরও বেশি সময় ধরে তিনি পুরোপুরি মদপান ছেড়েছেন। নিজের এই পরিবর্তনের কৃতিত্ব তিনি পরিবারকেই দিয়েছেন।

সম্প্রতি আরিয়ান খানের ওয়েব সিরিজ ‘দ্য ব্যা*ডস অফ বলিউড–এ অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন ববি দেওল। সিরিজটির প্রচারে অংশ নিয়ে তিনি খোলাখুলি কথা বলেছেন তার অন্ধকার সময়ের অভিজ্ঞতা নিয়ে।

ববি দেওল বলেন,
“আমি পরিবারের জন্য কাজ করছি। কিন্তু যখন তাদের চোখে ভয় আর দুঃখ দেখতাম, ভীষণ খারাপ লাগত। আমি প্রতিদিন মদ খেতাম না, কিন্তু যখনই খেতাম, ওরা ভয় পেত। আমি কেমন আচরণ করব, কেউ জানত না। সেটা ভীষণ ভয়ংকর ছিল।”

তিনি আরও জানান, পরিবারই তাকে অনুপ্রাণিত করেছে বদলে যেতে। এখন তিনি পুরোপুরি নেশামুক্ত এবং নতুন উদ্যমে অভিনয়জগতে ফিরতে পেরেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top