আমির খানের সেটে শাকিবের 'প্রিন্স' এর মিটিং. †
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১১:০৯

বাংলা সিনেমার সুপারস্টার শাকিব খান এবার আসছেন নতুন চমক নিয়ে। আগামী ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘প্রিন্স’, আর এই সিনেমা ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে দেখা দিয়েছে প্রবল উৎসাহ ও আগ্রহ।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমার প্রথম পোস্টার। সেখানে শাকিব খানকে দেখা গেছে দুহাতে অস্ত্র ধরে থাকতে, চারপাশে ঘিরে রয়েছে মানুষ। অ্যাকশনধর্মী এই লুক ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে।
ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউজের ব্যানারে নির্মিতব্য এই সিনেমার প্রি-প্রোডাকশনের কাজ চলছে পুরোদমে। সিনেমাটির অন্যতম চমক—বলিউডের খ্যাতনামা চিত্রগ্রাহক অমিত রায়। যিনি এর আগে সালমান খান, রণবীর কাপুরদের মতো তারকাদের সিনেমায় কাজ করেছেন।
গত ১ অক্টোবর (বুধবার) পরিচালক আবু হায়াত মাহমুদ একটি ফেসবুক পোস্টে জানান, তারা বর্তমানে সিনেমাটির প্রি-প্রোডাকশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা সেরেছেন মুম্বাইয়ে। সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন অমিত রায়, শিরিন সুলতানা এবং চমকপ্রদভাবে হাজির হন বলিউড সুপারস্টার আমির খান নিজেও।
পরিচালক আবু হায়াত মাহমুদ লেখেন “অমিত দাদার সেটে প্রি-প্রোডাকশনের মিটিং দারুণ হয়েছে। সেই সাথে সেটে দ্রুত ঘুরেও দেখতে পারলাম। এমনকি আমির খানেরও দেখা পেলাম! দাদা, এমন সুন্দর মুহূর্ত উপহার দেওয়ার জন্য ধন্যবাদ।”
তিনি সেই মুহূর্তগুলোর কিছু ছবিও পোস্ট করেন, যা দর্শকদের মধ্যে বাড়তি উত্তেজনা তৈরি করেছে।
এদিকে সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে তিনজন নায়িকা থাকছেন বলে জানা গেলেও, নির্মাতাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে ঘনিষ্ঠ সূত্র বলছে, এবার একদম নতুন ধাঁচে বড় বাজেটের একটি সিনেমা নিয়ে হাজির হচ্ছেন শাকিব খান।
সবকিছু ঠিক থাকলে ‘প্রিন্স’ হতে যাচ্ছে ঈদ ২০২৬-এর সবচেয়ে আলোচিত সিনেমা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।